Sonaly Khobor

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ:

ময়মনসিংহে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মন‌সিংহ-৪ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল।

শনিবার (৬সেপ্টেম্বর) রাত ৮ টায় নগরীর বাউন্ডারি রোডস্থ মেজবান খানা টিউলিপ গার্ডেন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারে গেলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটসহ কোনো অন্যায় থাকবে না। ময়মন‌সিংহ-৪ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আসন এলাকার বাসিন্দাদের চাহিদা পুরনে পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব।এসময় নগরীর জলাবদ্ধতা ও গ্যাস সংকট দূর করাসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সদর আসন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

তিনি আরো বলেন, ‘সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর ময়মন‌সিংহ গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’ তিনি ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আলোকিত ময়মন‌সিংহ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারী মোঃ আনোয়ার হাসান সুজনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ,মহানগর কর্মপরিষদ সদস্য ডাঃ আজিজুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিঃ আব্দুল বারী,মহানগর কর্মপরিষদ সদস্য হায়দার করিম, মহানগর জামায়াতে অমুসলিম শাখার বিভাগীয় নেতা এডভোকেট দেবব্রত নাগ ভূলু সহ ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাওলানা কামরুল আহসান এমরুল বলেন আধুনিক এবং সমৃদ্ধিকরণ ময়মনসিংহ সদর গড়ার লক্ষ্যে কাজ করব আমরা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গুণগত পরিবর্তন ঘটাতে জামায়াতে ইসলামী আদর্শিক ও রাজনীতির মাধ্যমে অবাধ-উন্মুক্ত ভাবে কাজ করবে। দেশ সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদেরকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে ও প্রকৃত সত্য তুলে ধরতে হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে ময়মনসিংহে সাংবাদিক সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

Exit mobile version