Sonaly Khobor

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ধুমপাড়া সাগর পাড় রোড, কমিশনার ভবন এর ডান পার্শ্বের সরু রাস্তার ডান পার্শ্বে রব ও হালিম মোল্লার অটোরিক্সার গ্যারেজে সুকৌশলে অবৈধ সংযোগ দেওয়ার মাধ্যমে ১০টি ০৫ ব্যাটারী চালিত ও ৪০টি ৪ ব্যাটারী চালিত অটোরিক্সার চার্জিং এর মাধ্যমে দৈনিক ২৫০ টাকা ১০টি চার্জিং খরচ ও প্রতিমাসে ৭৫ হাজার টাকা এবং ২০০/- টাকা দৈনিক প্রতিদিন চার্জিং খরচ বাবদ ৪০টি ৪ ব্যাটারীযুক্ত অটোরিক্সা মাসিক খরচ ২ লক্ষ ৪০ হাজার টাকা যাহা মোট ৫০টি অটো গাড়ীর মাসিক চার্জিং খরচ ৩ লক্ষ ১৫ হাজার টাকা প্রাপ্ত তথ্য ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত ০৬ মাসে সর্বমোট খরচ দাড়ায় ১৮ লক্ষ ৯০ হাজার টাকা রাজস্ব হারায় সরকার। প্রাপ্ত তথ্য ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ১লা সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বিকাল ৫:০০ ঘটিকার সময় চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে উল্লেখিত রব ও হালিম মোল্লার অবৈধ অটো রিক্সার গ্যারেজ থেকে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে ক্যাবল মিটার কেটে নিয়ে যায়। উক্ত সংযোগ বিচ্ছিন্ন ও ক্যাবল কেটে নেওয়ার সময় এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি ও বন্দর থানা পুলিশ ও টেকের মোড় পুলিশ ফাড়ির সক্রিয় টীম উপস্থিত ছিলেন বলে যানা যায়।

বিস্তারিত পরবর্তী নিউজে পর্ব-০২

Share.
Leave A Reply

Exit mobile version