Sonaly Khobor

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের হামিদ জোয়ার্দ্দরের স্ত্রী। অভিযুক্ত নাহিদ জোয়ার্দ্দার (৩২) ওই গ্রামের মনোয়ার জোয়ার্দ্দারের ছেলে এবং নিহতের দেবর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার (৯ মার্চ) ইফতারের জন্য খাবার তৈরি করছিলেন রেশমা খাতুন। তখন পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার দেবর নাহিদ জোয়ার্দার পিছন থেকে বটির পিঁড়ি (কাঠ) দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন রেশমা খাতুন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে নাহিদ জোয়ার্দার পলাতক রয়েছেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, নাহিদ জোয়ার্দ্দার মানসিকভাবে সুস্থ ছিলেন না। এর আগে তিন মেয়াদে পাবনা মানসিক হাসপাতালে তার চিকিৎসা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version