ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩৩৬ গ্রাম স্বর্ণসহ নুর হোসেম নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা।
উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে পেস্ট সদৃশ্য (লিকুইড) স্বর্ণ ১০০৩ গ্রাম,স্বর্ণবার ২৩৩ গ্রাম ও স্বর্ণালংকার ১০০ গ্রাম। যার
আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৫২ হাজার টাকা।
শনিবার (২৫ জুন ) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয় বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর উপ-পরিচালক সানজিদা খানম।
তিনি বলেন,দুবাই থেকে আগত দুবাই-ঢাকা রুটের এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং EK-582 এ একজন যাত্রী চোরাচালানকৃত স্বর্ণ বহন করছে বলে গোপন তথ্য আসে। কাস্টমস গোয়েন্দার একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। গ্রীন চ্যানেল অতিক্রম কালে সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করে স্বর্ণ ও তাকে আটক করা হয়।
নুর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং The Customs Act 1969 এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা তিনি।