মোহাম্মদ হায়দার আলী (এম.এ):
”বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩”উপলক্ষ্যে ২৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে একটি পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।
তিনি অনুষ্ঠানে ১৫ জন এসএসসি ও ০৭ জন এইচএসসি মোট ২২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরুপ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ।