বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনব্যাপী উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামে ইউএনওসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ নিয়ে একই গ্রামে এ সপ্তাহে ১২টি ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ভাটা ও মালিকরা হলেন মেসার্স তিশা ব্রিকস স্বত্ত্বাধিকারি মো. সানা উল্যাহ, মেসার্স রিয়াজ ব্রিকসের স্বত্বাধিকারী মো. রিয়াজ, মেসার্স আমরী ব্রিকসের স্বত্ত্বাধিকারি আমির হোসেন, মেসার্স রফিক ব্রিকসের (১) মো. রফিক ও মেসার্স রফিক বিকসের (২) মো. রফিক। প্রত্যেককেই ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।