চট্রগ্রাম প্রতিনিধি :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজি নং-১৮১২৯৮) দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৩ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১০ ঘটিকায় সিইপিজেড, বে-শপিং সেন্টার সংলগ্ন ‘গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁ’ তয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্ত সম্মানিত অতিথিবৃন্দকে এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র সকল স্তরের সম্মানিত সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে প্রধানথঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলমগীর নূর- ব্যুরো প্রধান, দৈনিক মানবকন্ঠ, চট্টগ্রাম ও সাধারণ সম্পাদক-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি। প্রধানথআলোচক: জনাব মোঃ খলিলুর রহমান, চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ক্লাব(ইঔঈ), মো:আজম উদ্দীন সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল, চট্টগ্রাম মহানগর ও সাবেক সভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপি। বিশেষথঅতিথি:শাহিদা খানম মালা, সহসভা-নেত্রী -বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম মহানগর ও সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বন্দর থানা,চট্টগ্রাম । বিশেষথঅতিথি: সোহাগ আরিফিন-সভাপতি, চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন- (সিআরএ) বিশেষথঅতিথি: কে এম রুবেল- যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি- জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষথঅতিথি:ইব্রাহিম খলিল- ভাইস- চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ক্লাব(ইঔঈ) কেন্দ্রীয় কমিটি। বিশেষথঅতিথি: ফকির মিরাজ আলী শেখ- সভাপতি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব- (ইঔঈ) দক্ষিণ অঞ্চল। বিশেষথঅতিথি: এম. মোসলেহ উদ্দিন বাহার -সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের মানবসময়। বিশেষথঅতিথি: সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা- সিনিয়র প্রতিবেদক, চট্টল বাণী। বিশেষথঅতিথি: আরিফুর রহমান আরিফ- সমাজসেবক ও যুবদল নেতা, বন্দর থানা,চট্টগ্রাম। সঞ্চালনায়: এম.নজরুল ইসলাম খান- মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ক্লাব- কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্বথকরবেন: মো. হায়দার আলী -চেয়ারম্যান, দৈনিক অপরাধ অনুসন্ধান। অতএব, উক্ত অনুষ্ঠানে যথাসময়ে যথাস্থানে সকল অতিথিবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সকল সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন- দৈনিক অপরাধ অনুসন্ধান’র কর্তৃপক্ষ।