চট্টগ্রাম প্রতিনিধির:
মিথ্যা চেক ও জাল স্বাক্ষর যুক্ত নন জুডিসিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে ভুক্তভোগী আলম মিয়াকে মামলায় ফাঁসাইয়া ব্যবসা প্রতিষ্ঠান দখলের ভয়ভীতি ও হুমকি ধমকির কারনে উক্ত ভুয়া ডকুমেন্টস চ্যালেন্জ করে ভুক্তভোগী আলম মিয়া কর্তৃক প্রতারককে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ ভুক্তভোগী আলম মিয়ার পক্ষে আদিষ্ট ও ক্ষমতা প্রাপ্ত হইয়া এডভোকেট এম এ তালেব চৌধুরী এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখিত বর্ননায় বলা হয়, পুর্ব পারিবারিক শত্রুতার জেরে –
প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনে ব্যবসায়িক ক্ষতি করিবার জন্য বিভিন্ন প্রকার ছলছাতুরী ও দূরভিসন্ধিমূলক কর্মকান্ড করিয়া ভুক্তভোগী আলম মিয়া ও তাহার পরিবারের সদস্যদেরকে প্রাণে হত্যাসহ অপহরণ, খুন, গুম ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি প্রদান করেন, এবং ভুক্তভোগী আলম মিয়ার স্ত্রীকেও মিথ্যা মামলা দিয়া পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করার হুমকি প্রদান করেন ফিরোজ আহমেদ। ইতিমধ্যে হুমকি প্রদানের একটি কল রেকর্ড এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ভয় ভীতি প্রদানের একটি কল রেকর্ড এসেছে প্রতিবেদকের হাতে।
অপরদিকে আলম মিয়ার বোন নাজমা আক্তার জানায় যে, ফিরোজ আহমেদ একজন খারাপ ও লোভী এবং একজন নির্যাতিত ব্যক্তি হওয়ার কারণে তার সাথে দীর্ঘ বছর সংসার জীবন পার করলেও, তার অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে, বেশ কয়েক মাস পূর্বে তাকে আদালতের মাধ্যমে তালাক প্রদান করি। সেজন্যই সে আমার ভাইকে এভাবে হুমকি ধমকি দিয়ে হয়রানি করছে। ফিরোজ আহমেদের এই ভয়ংকর নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও ফুটেজও সংরক্ষণ করা হয়েছে।
ভুক্তভোগী আলম মিয়া বলেন, আমার সাথে তার কোন প্রকার লেনদেন ও ডিট ডকুমেন্টস নেই, সে অযথা আমাকে হুমকি প্রদানের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে যাচ্ছে। তিনি আরও বলেন, ফিরোজের সাথে পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায়, ফিরোজের মাধ্যমে তার বোন জামাই আবছার নামে একজনের সাথে সামান্য লেনদেন থাকলেও তা আমি ডকুমেন্টসের মাধ্যমে নিয়মিত পরিশোধ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনি বিচার পেতে আমি খুব দ্রুত সময়ে ফিরোজের বিরুদ্ধে প্রয়োজনে মামলা দায়ের করবো।