মোহাম্মদ হায়দার আলী (এম.এ):
উপমহাদেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র হযরত শাহছুফি ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) এর প্রপৌত্র, শাহজাদা ছৈয়দ হারুন অর রশীদ শাহ্ (রহ.) এর পৌত্র এবং
চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন,ও রাহেভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ আল্লামা ছূফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:) এর পৌত্র,
শাহজাদা ছৈয়দ বশির আহম্মদ মনির বড় পুত্র শাহজাদা ছৈয়দ মাহমুদুর রহমান রাহি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক অপরাধ অনুসন্ধান লিঃ এর চেয়ারম্যান ও জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি, আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ)। তিনি রাহির জীবনের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দেশবাসির নিকট দোয়া চেয়েছেন।