মোহাম্মদ হায়দার আলী, চট্টগ্রাম:
চট্টগ্রামে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিক ভাবে গত ২৬ মে ২০২৫ তারিখ
জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী ইস্পাহানী, পরিচালক, এম এম ইস্পাহানী লিমিটেড, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ,চট্টগ্রামের রেক্টর লে.কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার জনাব উত্তম খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম।
দিনের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন।প্রধান অতিথি মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পরবর্তীতে সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা আকাশে অবমুক্ত করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামীর প্রজন্মকে বিজ্ঞান চর্চায় এগিয়ে আসার আহবান জানান।
দেশ ও জাতিকে এগিয়ে নিতে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি তিনি তাগিদ প্রদান করেন। জেলা প্রশাসক, জনাব ফরিদা খানম আশা প্রকাশ করে বলেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে আগামীকাল ২৭ মে বিজ্ঞানভিত্তিক প্রকল্পের স্টল মূল্যায়ন কার্যক্রম ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২৮ মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উল্লেখ্য এবারের বিজ্ঞান মেলায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে সর্বোমোট ১১৮টি প্রকল্প অংশগ্রহণ করেছে।