Sonaly Khobor

‎‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ), চট্টগ্রাম :


‎পরিবারের সাথে অভিমান করে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম চলে আসা ভিকটিম ঝর্ণা আক্তার (১৫) নামের একটি মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

‎জানা যায়,গত ১১/০৫/২৫ইং তারিখে এসআই (নিঃ) মোহাম্মদ রাশেদ পারভেজ ছায়িম তার সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম ডিউটি করাকালে উক্ত ভিকটিম ঝর্ণা আক্তার এর সন্ধান পায়।  উক্ত ভিকটিমকে  চট্রগ্রাম রেলওয়ে পুলিশ পিএফ পার্টির কবল থেকে ভিকটিম কে উদ্ধার করে থানায় নিয়ে  আসে। পরবর্তীতে রেলওয়ে চট্টগ্রাম জেলার  পুলিশ সুপার শাকিলা সোলতানা এর নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম এর তত্বাবধায়নে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে তার  চাচা আতিক (৩৫),এর নিকট বিধি মোতাবেক বুজে দেয়া হয়।

‎চৌকস ওসি এসএম শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ মাদক নির্মূল,  চুরি ছিন্তায় সহ সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এমন ধারাবাহিক ভাল কাজের দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  এসএম শহীদুল ইসলাম  আইজিপি মহোদয়ের নিকট থেকে “ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ প্রাপ্ত হয়েছেন। চট্রগ্রাম রেলওয়ে থানা পুলিশের সেবামূলক কার্যক্রম সহ অপরাধ নির্মূলে অভিযান চলমান রয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে থানার পক্ষ থেকে ও জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার পক্ষ হতে সাংবাদিক হায়দার আলী (এম.এ) শুভেচ্ছ ও অভিনন্দন জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version